গোবিন্দগঞ্জ, গাইবান্ধা জেলার একটি অন্যতম ঐতিহ্যবাহী উপজেলা। বর্ধনকুঠি এই উপজেলারই একটি ঐতিহ্যবাহী স্থাপনা। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজা হরিনাথ বর্ধনকুঠি শাসন করেছিলেন। তবে ভারতীয় উপমহাদেশের বিভক্তির সময় বর্ধন কুঠির সর্বশেষ শাসক রাজা শৈলেশ চন্দ্র বাংলাদেশ থেকে ভারতে পাড়ি জমান।
গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি, গাইবান্ধা
