“সব লোকে কয় লালন কি জাঁত সংসারে”। জাঁত, সংসার, ধর্ম যার কাছে গৌণ, মানব প্রেমই যার কাছে মূখ্য। উপমহাদেশের আধ্যত্তিক সেই বাউলের নাম লালন ফকির। কুষ্টিয়ার ছেউড়িয়াতে তিনি মানব প্রেমের সাধনা করে গেছেন। সেই জায়গাটাই লালনের ধাম। কুষ্টিয়া শহরের কোল
কুষ্টিয়ার লালন মেলা
